আরও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আরও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মেট্রিক টন গমের দাম ৪৭৬ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসাবে এতে মোট ব্যয় হবে ২ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ডলার। প্রতি কেজি গমের দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় ৪৪ টাকা ৭৬ পয়সা।

বুধবার (২৭ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম।

সাবিরুল ইসলাম বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-২-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।’

উল্লেখ্য, চলমান বৈশ্বিক অস্থিরতার আলোকে জরুরি খাদ্য নিরাপত্তা মজুত নিশ্চিত করার লক্ষ্যে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য তালিকাভুক্ত সরবরাহকারীদের কাছে আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে, যা গৃহীত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক মেসার্স ইন্ট্রা বিজনেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই গম সংগ্রহ করা হবে।