জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো নানা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাংক ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে নানা কর্মসূচি পালন করা হয়।

সোমবার ব্যাংকগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এদিন বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

IMG_20220815_160527

সবগুলো ব্যাংকের প্রধান কার্যালয় বা অফিস প্রাঙ্গণে বিশেষ ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। বেশ কিছু ব্যাংক আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পুবালী ব্যাংকসহ বেশ কিছু ব্যাংক দুঃস্থদের খাদ্যসহায়তা সামগ্রী বিতরণ করে। প্রাইম ব্যাংকসহ কোনও ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে।

IMG_20220815_163112

এর আগে গত ৩১ জুলাই জাতীয় শোক দিবস পালন করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুসহ নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা নিতে বলা হয়। একইসঙ্গে ১৫ আগস্ট আয়োজিত সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন করতে বলা হয়।

এদিকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।

এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, কবীর আহমেদ ও হারুনুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া, জাতীয় শোক দিবসে ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দুঃস্থদের মধ্যে খাদ্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শোকাবহ দিনটি স্বরণে ব্যাংকের শাখাগুলো বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

Screenshot_2022-08-15-15-53-39-89_a23b203fd3aafc6dcb84e438dda678b6

এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Screenshot_2022-08-15-15-56-17-01_a23b203fd3aafc6dcb84e438dda678b6

 

Screenshot_2022-08-15-15-59-45-87_a23b203fd3aafc6dcb84e438dda678b6

 

Screenshot_2022-08-15-16-01-04-91_99c04817c0de5652397fc8b56c3b3817