মৃত ব্যক্তির নামে দুদকের মামলা, দাবি সাবেক সচিব নজরুল ইসলামের

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) আর্থিক কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে মামলা করেছে, সেখানে মৃত ব্যক্তির নাম দিয়েছে। অথচ কেলেঙ্কারির সময় বোর্ডে থাকা ব্যক্তির নাম এফআইআরে দেয়নি। এমন অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পুরানা পল্টনে আইএলএফএসএল এর ২৬তম বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘দুদক যে এফআইআর  করেছে, সেখানে মৃত ব্যক্তির নাম আছে। আবার এমন ব্যক্তি আছেন বোর্ডে, কিন্তু এফআইআরে তার নাম নেই।’

এফআইআরে যে মৃত ব্যক্তির নাম আছে, তিনি কে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বের করেন। আমি বলবো না। তবে আমি বলছি, এফআইআরে মৃত ব্যক্তির নাম আছে।’