বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) শ্রীমঙ্গলের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

চা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২২-২৩ অর্থবছরে তহবিল থেকে চা শ্রমিকদের অনুদান বিতরণ ও শ্রমকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ চা বোর্ডের সচিব ও বোর্ডের সদস্য সচিব সুমনী আক্তারের সঞ্চালনায় সভায় বোর্ডের সদস্য এবং প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, বিভাগীয় শ্রম দফতর শ্রীমঙ্গলের উপপরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের সদস্য এম ওয়াহিদুল হক ও তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি পংকজ আউলেসিয়োস কন্দ ও পরেশ কালিন্দী উপস্থিত ছিলেন।