২০২৩-২৫ মেয়াদের জন্য উপদেষ্টা প্যানেল গঠন করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ উপদেষ্টা প্যানেলে রয়েছেন— অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব। এফবিসিসিআই গঠিত এই উপদেষ্টা প্যানেলের উদ্দেশ্য অর্থনীতি, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এফবিসিসিআইকে পরামর্শ দেওয়া।
এফবিসিসিআই’র নতুন এই উপদেষ্টা প্যানেলের প্রথম সভায় আলোচকরা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার সংকট, মূল্যস্ফীতিসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। এসব সংকটের মধ্যেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ চাওয়া হয়। এছাড়া এসডিজি বাস্তবায়ন ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সরকারের সঙ্গে একটি রূপরেখা প্রণয়নের লক্ষ্যে জাতীয় সম্মেলন আয়োজন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতীয় রাজস্ব বোন্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এফবিসিসিআই’র উপদেষ্টা প্যানেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— সরকারের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মূখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, সাবেক মহাপুলিশ পরিদর্শক এ.কে.এম. শহিদুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ফরিদ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।
শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাইনুল ইসলাম, বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইজাজ হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. এনামুল হক প্রমুখ।
অর্থনীতিবিদদের মধ্যে আছেন— সিপিডি’র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, আইসিএবি’র সাবেক সভাপতি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান মো. হুমাযূন কবির এফসিএ, বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমিন প্রমুখ।
ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে আছেন— বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ এমপি, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ সাদাত আলমাস কবীর, সার্ক চেম্বারের সহসভাপতি শাফকত হায়দার, ব্যাংক এশিয়ার পরিচালক আশরাফুল হক চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আবদুল হক প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন— এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মহাসচিব মো. আলমগীর প্রমুখ।