নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিলো বিএএসএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। মঙ্গল ও বুধবার (৫ ও ৬ মার্চ) বিএএসএমর নিজস্ব কার্যালয়ে ছিল এ আয়োজন।

প্রশিক্ষণটির উদ্বোধন করেন বিএএসএমর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন ধারণা দেওয়া হয়। এছাড়া পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে মিডিয়ার ভূমিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের (বিএসইসি) ভূমিকা সম্পর্কিত ধারণাও দেওয়া হয় নারী উদ্যোক্তাদের।

কর্মসূচির সমাপনী বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের ইতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পরে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।