উত্তরায় কাটা পড়েছে গ্যাস লাইন

গ্যাস পাইপ লাইন (ফাইল ছবি)রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাসের মূল লাইন কাটা পড়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এতে উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। মেরামতের কাজ চলছে। তিতাস কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল শুক্রবার (১৬ নভেম্বর) সকালের মধ্যে শেষ করা যাবে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে উত্তরার আজমপুর ও হাউজবিল্ডিংয়ের মাঝামাঝি জায়গায় বিএনএস নামের একটি ভবনের সামনে মেট্রোরেলের কাজ করার সময়  হঠাৎ করেই এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই দুর্ঘটনার আশঙ্কায় তিতাস তাদের মূল গ্যাসের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে গ্যাস পাচ্ছে না উত্তরাবাসী। অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান বলেন, মূল লাইন কাটা পড়ায় লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে উত্তরাবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

মো. কামরুজ্জামান খান জানান, উত্তরার আজমপুর এলাকায় মেইন লাইনটি কেটে গেছে। এটিকে হাইপ্রেসার লাইন বলে। এই ধরনের লাইন মেরামত করতে সময় লাগবে। আমরা মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি, আজ রাতের মধ্যে কাজ শেষ করতে পারবো। এর আগেও একদিন মেট্রোরেলের কাজের সময় লাইন কেটে ফেলেছিল। তখনও আমরা দ্রুত মেরামত করেছি।

এর আগে গত ৫ অক্টোবর রাতে একই এলাকায় মেট্রোরেলের জন্য বড় ড্রিল মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাসের মূল লাইন কেটে যায়। এ নিয়ে দুই মাসে মাটি খুঁড়তে গিয়ে দুইবার গ্যাসের লাইন কেটে গেছে।

এদিকে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, ‘বিকাল ৫টা থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এখন কাজ চলছে। এই কারণে রাস্তায় যানজটের ঘটনা ঘটেছে। ঘটনার পর ফায়ার সার্ভিনের দু্টি ইউনিট আছে। পুলিশের কয়েকটি টিম সেখানে আছে। তিতাসের কর্মীরা কাজ করছে। তিতাসের এই বিষয়গুলো আরও মনিটরিং করা দরকার।