বাড্ডা এলাকায় কাল গ্যাস থাকবে না

গ্যাসগ্যাসের চাপ বাড়াতে পাইপলাইনের সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার আট ঘণ্টা রাজধানীর বাড্ডা ও পাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বাড্ডা বাজার থেকে মধ্যবাড্ডা কাঁচাবাজার পর্যন্ত প্রধান সড়কের পূর্বপাশের এলাকা, আদর্শনগর, উত্তর বাড্ডা, রাজউক পুনর্বাসন এলাকা, হোসেন মার্কেট, লুৎফন টাওয়ার নিম্নতলী ও এর আশেপাশের এলাকায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সররবাহ বন্ধ থাকবে। মধ্যবাড্ডা বাজার রোড এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানে গ্যাস পাইপ লাইনের টাই-ইন (সংযোগ সংস্কার) কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।  

তিতাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্যাসের পাইপলাইনের মেরামতের কাজ যদি আগে শেষ করা যায়, তাহলে আরও আগেই গ্যাস সরবরাহ শুরু করা হবে। তবে দেরিও হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।