রমজানে সাশ্রয়ের আহ্বান বিদ্যুৎ বিভাগের

প্রতিবছরের মতো এবারও রমজানে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রতিবার যেসব নির্দেশনা দেয় এমন সব নির্দেশনা এবারও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, রমজান মাসে বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্ত দফতর বা সংস্থাগুলো কাজ করছে। বিদ্যুৎ সাশ্রয়ে ও সংযমী হতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এরমধ্যে আছে আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট, বিপণী বিতানগুলো বিদ্যমান আইন অনুসরণ করে খোলা রাখতে হবে, পিক আওয়ারে রি রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার সীমিত রাখা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতির ব্যবহার পরিহার করা, ইফতার ও তারাবির সময় এসির ব্যবহার সীমিত রাখুন এবং এসির তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখা, বিদ্যুতের অপচয় রোধে এলইডি বাতি ব্যবহার করা। এই নির্দেশনাগুলো গত পাঁচ বছর ধরেই দেওয়া হচ্ছে।

নতুন যোগ হয়েছে,  দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন, পিক আওয়ারে বৈদ্যুতিক বিলবোর্ড বন্ধ রাখা, ইজিবাইক, অটো রিক্সা ইত্যাদি অবৈধভাবে চার্জিং করবেন না।

এর বাইরে কোনও কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলে বিতরণ কোম্পানিগুলোর হটলাইনে যোগাযোগ করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। এরমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর হটলাইন নম্বর হচ্ছে ০২-৪৭১২০২২৪। একইভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর নাম্বার ০২-৮৯০০৫৭৫, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এর ১৬১১৬, ঢাকা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি (ডেসকো) এর ১৬১২০, নর্দান পাওয়ার সাপ্লাই কোম্পানি (নেসকো) এর ১৬৬০৩ এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনি (ওজোপাডিকো) এর হটলাইন নম্বর হচ্ছে ১৬১১৭। এছাড়া বিদ্যুৎ সম্পর্কিত কোনও অভিযোগ সরাসরি জানাতে বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করা যাবে।