প্রায় দ্বিগুণ দামে এলএনজি কিনছে সরকার

সরকার অতিরিক্ত দামে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারিতে বিশ্ববাজারে আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে এলএনজির দাম। তাই চাহিদা পূরণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে প্রায় দ্বিগুণ দাম দিয়ে এলএনজি  কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে অনলাইনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানান, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে ৪৪৮ কোটি ১৬ লাখ ৮২ হাজার ৪ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এবারের চালানের ইউনিট মূল্য ১৩ দশমিক ৪২ ডলার।

জানা গেছে, এ বছরের এপ্রিলেই সুইজারল্যান্ডের এওটি ট্রেডিংয়ের কাছ থেকে একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হয়েছিল ২৪৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৩৫৮ টাকা। মাত্র দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।