রবিবার পেট্রোবাংলা-তিতাসের ২০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ২০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের জন্য তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুদক। এর আগে তিতাস গ্যাসের ১০ কর্মকর্তাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তাদের দেওয়া বক্তব্য ও সরবরাহ করা রেকর্ড যাচাই করছে দুদক।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য থাকা ব্যক্তির মধ্যে রয়েছে আইয়ুব খান চৌধুরী, যিনি পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা)। এছাড়া দুদকে ডাক পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, তিতাস গ্যাসের  সিনিয়র সুপারভাইজার হারুন আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, সিবিএ সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র বিক্রয় সহকারী ফারুক আহম্মেদ, সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার মোর্শেদ, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, পার্সোনাল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান, কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব, কন্ট্রোল শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, মহরম আলী, প্রাক্তন পরিচালনা পর্ষদের পরিচালক খান মইনুল মোস্তাক, কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান,  মো. জাকির হোসেন, মো. আবু সাইদ, মো. মফিজ ও মো. মানিক মিয়া।

সম্প্রতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের এর ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর আগে, ১০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করে তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছিল। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। বাকি ২০ কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৫-৮ সেপ্টেম্বর এর মধ্যে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করা হয়েছে।