নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগী মন্ত্রণালয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রযুক্তির সন্নিবেশন বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে। বিদ্যুৎ উৎপাদনে নানা রকম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর জন্য ফ্রিকোয়েন্সি ওঠা-নামা করতে পারে। মানসম্মত বিদ্যুতের জন্য গ্রিড স্ট্যাবিলিটি ও ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি রাখা অপরিহার্য।’

মঙ্গলবার (১৪ জুন) ফ্রিকোয়েন্সি পরিবর্তন নিয়ন্ত্রণে ‘ফ্রি গর্ভ্নর মোড অব অপারেশন (এফজিএমও)’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপিএমআই’র রেক্টর মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিপিএমআই’র সদস্য মো. গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। এ সময় পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সঞ্চালন, বিতরণ ও উৎপাদন খাতের কোম্পানিগুলোর দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে সংশ্লিষ্টদের নিয়ে ক্ষুদ্র পরিসরে এসব কর্মশালা করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। আগামী দিনে পারমাণবিক বিদ্যুৎ আসবে। নবায়নযোগ্য জ্বালানির অংশও বাড়ছে। গ্রিডের ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন নিয়ন্ত্রণ করা অপরিহার্য।’

এ সময় তেলের মূল্যের বৈশ্বিক অবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি ইত্যাদি বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল ইসলাম এবং ইরানের আমির কবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেহেদি কারারি।