বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্যোগে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রেখে মসজিদের নকশা

দিনের আলো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রেখে নিজের এলাকার একটি মসজিদ ডিজাইন করাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইল পুরাতন জামে মসজিদ ভেঙ্গে নতুন নকশায় এই মসজিদটি নির্মাণ করা হবে। এ ধরনের মসজিদ অন্য এলাকার মানুষের জন্যও দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন প্রতিমন্ত্রী।

দেশে নতুন যেসব মসজিদ নির্মাণ হচ্ছে সেগুলোতে আধুনিক নকশা ব্যবহার করা হচ্ছে। মসজিদগুলো দৃষ্টিনন্দন হচ্ছে। এইসব মসজিদে প্রাকৃতিক আলো প্রবেশ করলে বৈদ্যুতিক বাতি এবং একই সঙ্গে পর্যাপ্ত বাতাস চলাচল করলে এসির প্রয়োজন হয় না।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, নতুন এই মসজিদটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এসি ও লাইটের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার করা যায়। যা অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হতে পারে। মসজিদের নির্মাণ কাজ নিয়ে এলাকার মুরুব্বিদের সাথে আলোচনাও করেন তিনি।