সৌর বিদ্যুতে চলছে বিলবোর্ড, প্রতিমন্ত্রীর প্রশংসা

ফেনীর একটি বিলবোর্ড চলছে সৌর বিদ্যুতে। প্রকৃতিবান্ধব জ্বালানি ব্যবহার, সেই সঙ্গে বিদ্যুতের ওপর চাপ কমাতে বিলবোর্ডে নগদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সম্প্রতি প্রতিমন্ত্রী তার ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি সোর্স থেকে ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। এজন্য প্রয়োজন সবার অংশগ্রহণ। সৌরশক্তির এই বিলবোর্ডটি আশা করি অন্য প্রতিষ্ঠানগুলোকে সৃজনশীল বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় উৎসাহিত করবে।

বাংলাদেশে যে ডিজিটাল বিলবোর্ডগুলো রয়েছে তার সবগুলোই চলে গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে। এই প্রথম এমন উদ্ভাবনী উদ্যোগ দেখালো নগদ। নগদের পথ ধরে এখন অন্য বিলবোর্ডগুলোও যদি নিজেদের বিদ্যুতের সংস্থান নিজেরাই করে তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। বিলবোর্ডের পাশাপাশি দেশের ডিজিটাল সাইনবোর্ডেও এখন বাড়তি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। সারা দেশে ঠিক কী পরিমাণ বিদ্যুৎ এমনভাবে রোজ অপচয় হচ্ছে তার কোনও হিসাব কারও কাছেই নেই। তবে এটি বিজ্ঞাপন প্রচারের নামে এক ধরনের অপচয় বলেই মনে করা হয়ে থাকে।