বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সবুজ জ্বালানিতে (গ্রিন এনার্জি) বিদ্যুৎ উৎপাদনের বিশদ পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়ন শুরু করেছে। গ্রিন এনার্জি বিস্তারে সৌর বিদ্যুতের পাশাপাশি বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দিচ্ছে। এশিয়া গ্রিন গ্রোথ পার্টনারশিপ মিনিস্ট্রিয়াল মিটিংয়ে ভার্চুয়াল বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী তার এক ফেসবুক পোস্টে বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বকে নবায়নযোগ্য জ্বালানির দিকে নতুন করে তাকাতে বাধ্য করেছে। খুবই গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় এশিয়া গ্রিন গ্রোথ পার্টনারশিপ মিনিস্ট্রিয়াল মিটিং।

ক্লিন এনার্জিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং আমাদের চলমান কর্মকাণ্ডগুলো তুলে ধরলাম আজকের ভার্চুয়াল মিটিংয়ে। পাশাপাশি জ্বালানি দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি আদান-প্রদান, গবেষণা এবং আন্তর্জাতিক জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রীদের মধ্যে।