বিদ্যুৎ ব্যবহারে নারীদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ ডিপিডিসির

বিদ্যুৎ ব্যবহারে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং ঢাকার বিভিন্ন এলাকায় গৃহে অবস্থানরত নারীদের সাশ্রয়ী ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।

রবিবার (১৯ মার্চ) শ্যামলী এনওসিএস’র অধীনে থাকা নারী গ্রাহকদের সাশ্রয়ী ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা সৃষ্টির জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনেক নারী গ্রাহক যোগদান করেন। নারীদের নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) নূর কামরুন নাহার এবং এনওসিএস শ্যামলীর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান গ্রাহদের পরামর্শ দেন এবং মতবিনিময় করেন। বিদ্যুৎ বিল পরিশোধে কোনও সমস্যা আছে কিনা জানতে চাইলে গ্রাহকরা নানা বিষয়ে তাদের মতামত দেন। গ্রাহকরা প্রিপেইড মিটার ও কার্ড সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং পরামর্শও গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘নারীরা বেশিরভাগ সময় ঘরে থাকেন। সুতরাং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তাদেরই আগে সচেতন হওয়া দরকার। মানুষের মধ্যে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আজ আমরা শ্যামলী ছাড়াও জিগাতলায় সভা করেছি। এর আগে লালবাগ, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে এ ধরনের সভার আয়োজন করা হয়েছে।’