গ্রিডে বিপর্যয়, ধানমন্ডিসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ নেই

ধানমন্ডি-উলন গ্রিডে বিপর্যয় (ফেল) ঘটেছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে। এতে সচিবালয় এবং গণভবনসহ ধানমন্ডির অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে ৫ মিনিট পর এই দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। কিন্তু এখনও ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন গ্রিড ফেল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে ধানমন্ডির বিদ্যুৎ সরবরাহের বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে জানান, ‘পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি স্বাভাবিক হয়ে যাবে। দ্রুত লাইনটি সচল করার ব্যবস্থা করা হচ্ছে।’