কামরাঙ্গিরচরে ১৫৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া ও অবৈধ ব্যবহারের কারণে ১৫৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। একইসঙ্গে জরিমানা ও বকেয়াবাবদ আদায় করা হয় প্রায় সাড়ে ১২ লাখ টাকা। আজ বুধবার (২৩ আগস্ট) এক অভিযানে তারা এই সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস জানায়, আজ ২৩ আগস্ট  মেট্রো ঢাকা বিপণন ডিভিশন (উত্তর-দক্ষিণ), মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন এবং ভিজিল্যান্স ও জরুরি বিভাগে এই অভিযান পরিচালনা করে। তাদের গঠিত ৩৪টি বিশেষ টিমের মাধ্যমে কামরাঙ্গিরচর এলাকার ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনাকালে কিছু সংখ্যক গ্রাহক গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে তৎক্ষণিক বিল পরিশোধ করে। এসময় ১২ লাখ ৫৭ হাজার টাকা বিল পরিশোধ করেন গ্রাহকরা। এদিকে বকেয়ার কারণে ৯৬টি এবং অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ৬১টি অর্থাৎ সর্বমোট ১১৫৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত তিনটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবারও (২২ আগস্ট) একই এলাকায় অভিযান পরিচালনা করে ১৬১টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।