X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

শিল্প খাতে বাড়ছে সংকট, ঘুরে দাঁড়ানোর কৌশল কী

গোলাম মওলা
০৭ মে ২০২৫, ১০:০০আপডেট : ০৭ মে ২০২৫, ১০:০০

শিল্প খাতে বরাদ্দকৃত গ্যাস বিদ্যুৎ ও সার উৎপাদনে সরিয়ে নেওয়ায় দেশের কল-কারখানাগুলো চরম গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে টেক্সটাইলসহ বিভিন্ন খাতে উৎপাদন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানা বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। রফতানি আদেশ বাতিল এবং শ্রমিক ছাঁটাইয়ের ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, গ্যাস সংকটের কারণে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা পূর্ণ উৎপাদনে যেতে পারছে না। বিশেষ করে গাজীপুর, কোনাবাড়ি, শফিপুর, নারায়ণগঞ্জ, ধামরাই ও মানিকগঞ্জ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর ফলে উৎপাদন ব্যাহত হয়ে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে মারাত্মক প্রভাব পড়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যাস ও ব্যাংকিং সংকটে উৎপাদনমুখী শিল্প চরম বিপর্যয়ে পড়েছে। গ্যাসের চাপ এতটাই কম যে শিল্পাঞ্চলগুলোতে মেশিনারিজ চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা এবং প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুতের সমস্যা থাকলেও গ্যাস সংকটই এখন সবচেয়ে বড় বাধা। ঢাকা, নারায়ণগঞ্জ ও আশুলিয়ায় গ্যাসের চাপ কোথাও কোথাও প্রায় শূন্যের কোঠায়। এ অবস্থায় উৎপাদন চালানো সম্ভব নয়।

ব্যাংকিং খাত নিয়েও অসন্তোষ প্রকাশ করে মোহাম্মদ হাতেম বলেন, ব্যাংকগুলো ব্যাক টু ব্যাক এলসিতে বিলম্ব করছে, ওভার ডিও হলেই এলসি বন্ধ করে দিচ্ছে। ফলে পণ্য সময়মতো পাঠানো যাচ্ছে না, অনেক সময় এয়ার শিপমেন্ট বা ডিসকাউন্ট দিতে বাধ্য হচ্ছেন তারা। এতে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে রফতানিকারকরা।

এ প্রসঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা জানান, গাজীপুর অঞ্চলে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ নেমে এসেছে ৪৫০ মিলিয়ন ঘনফুটে। ফলে শিল্পকারখানাগুলো ব্যয়বহুল বিকল্প জ্বালানি ডিজেল, এলপিজি ও সিএনজি ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যার ফলে উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে।

বিটিএমএ’র তথ্যমতে, বর্তমানে দেশে ১৮৫৪টি টেক্সটাইল কারখানা রয়েছে, যেখানে ২২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি কারখানা গ্যাসনির্ভর, বিশেষ করে স্পিনিং মিলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলধনের পরিমাণ ১০০ কোটি থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা এসব প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হওয়ায় রফতানি আদেশ বাতিল এবং বিদেশি ক্রেতা হারানোর ঝুঁকি ক্রমেই বাড়ছে।

গার্মেন্ট কারখানায় কর্মরত শ্রমিকরা, ছবি: সংগৃহীত নাম প্রকাশ না করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে প্রতিদিন গ্যাস সরবরাহ ১০০ থেকে ১২০ মিলিয়ন ঘনফুট কমিয়ে দেওয়া হয়েছে। এতে বহু কারখানা কার্যত বন্ধ হয়ে গেছে।

শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের দাম দুই দফায় বৃদ্ধি করা হলেও সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। উদ্যোক্তারা বলছেন, এতে অনেক প্রতিষ্ঠানের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হচ্ছে। বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে জানান, কারখানাগুলোর অনেক সক্ষমতা অব্যবহৃত থাকছে, অথচ জ্বালানি ও জনবল খরচ ঠিকই বহন করতে হয়েছে, যা মালিকদের মূলধন থেকেই গেছে। ফলে অনেকেই খেলাপিতে পরিণত হচ্ছেন। গাজীপুরের স্প্যারো অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির পরও কোনও কোনও দিন মাত্র দুই ঘণ্টার মতো গ্যাস পাই। এভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতারা পণ্য সরবরাহ সংকটে অন্য দেশে চলে যাচ্ছেন।’

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশের মোট গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ২ হাজার ৬৯৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎপাদন ১৮৪২ মিলিয়ন এবং আমদানিকৃত এলএনজি ৮৫৬ মিলিয়ন ঘনফুট। চাহিদা ও সরবরাহের এ বিশাল ব্যবধানের কারণে শুধু শিল্প নয়, সিএনজি স্টেশন ও আবাসিক খাতও সংকটে পড়েছে।

তাপমাত্রা বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিতে গিয়ে শিল্প খাতের গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের অপারেশন বিভাগের একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘আগামী মাস থেকে এলএনজি সরবরাহ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ততদিনে অনেক শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যেতে পারে।’

চট্টগ্রামের চিত্রও ভিন্ন নয়। কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, চট্টগ্রামে দৈনিক ৩০-৩৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি চলছে। সার উৎপাদন কারখানা সিইউএফএল ১৮ দিন ধরে বন্ধ রয়েছে। সিরামিক শিল্পে উৎপাদন কমে গেছে ৫০ থেকে ৭৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সরবরাহ সংকট অব্যাহত থাকলে দেশের শিল্প খাতে ভয়াবহ মন্দা দেখা দেবে। বিনিয়োগ, কর্মসংস্থান এবং রফতানি প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিল্প মালিকরা পেট্রোবাংলা চেয়ারম্যানকে একাধিক চিঠি দিয়ে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন। তাদের মতে, শিল্পকে বাঁচাতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নারায়ণগঞ্জ, গাজীপুর, ভুলতা, মাওনা ও টঙ্গীসহ শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা ৩০-৪০ শতাংশে নেমে এসেছে। ফলে ৭০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হুমকির মুখে। স্পিনিং, ডাইং, প্রিন্টিংসহ নানা কাজে প্রতিদিন প্রায় ২০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও সরবরাহ তা থেকে অনেক কম।

বিকেএমইএ ও বিটিএমএ বলছে, এই সংকটে প্রতিটি স্পিনিং মিল দিনে গড়ে ২৫ লাখ টাকা লোকসান দিচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতি, যদিও সাময়িকভাবে স্থগিত, পশ্চিমা ক্রেতাদের মধ্যে দ্বিধা তৈরি করেছে। ফলে নতুন রফতানি আদেশ আসতে দেরি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। মাত্র দুই বছরে ডলারের মূল্য ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছেছে। এতে তুলা ও যন্ত্রপাতি আমদানিতে খরচ বেড়েছে, কার্যকরী মূলধনের সংকট দেখা দিয়েছে। বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘করোনা, যুদ্ধ, মুদ্রা সংকটের পর ঘুরে দাঁড়ানোর সময়েই নতুন করে গ্যাস ও শুল্ক সংকটে পড়েছে শিল্প খাত।’ তার মতে, এখনই কার্যকর সমাধান না হলে বহু কারখানা বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে শিল্প খাতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রফতানি আয়েও। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে রফতানি আয় নেমে এসেছে ৩ দশমিক ০১ বিলিয়ন ডলারে, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। মার্চের তুলনায় এটি প্রায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার কম। বিশেষ করে ওভেন পোশাক রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি এবং সামগ্রিক পোশাক খাতে ধীরগতির প্রভাব স্পষ্ট।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এলপিজির দাম কমলো ১৯ টাকা
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যু, ছোট বোনের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা