সাগরে তেল-গ্যাস অনুসন্ধান

এক্সন মবিলের প্রস্তাব নাকচ: মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

‘মার্চের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। মার্কিন কোম্পানি এক্সন মবিলের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। তাদের আন্তর্জাতিক দরপত্রে অংশ নিতে বলা হয়েছে।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এক্সন মবিলের কর্মকর্তারা।

নসরুল হামিদ বলেন, আগামী মার্চের প্রথম সপ্তাহে সমুদ্রে ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। তাই এ মুহূর্তে এক্সন মবিলের প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না।

তিনি সাংবাদিকদের জানান, এক্সন মবিল প্রথমে সাগরে ব্লক ইজারা চেয়ে চিঠি দিয়েছিল। তার কিছুদিন পর তারা ২ডি সিসমিক জরিপ করার আগ্রহের কথা জানায়। তাদের বিডিং রাউন্ডে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ আছে কি না, জানতে চেয়েছি। এক্সন মবিলের প্রতিনিধি দল কথা বলে জানাতে চেয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে গত বছরের মার্চে প্রথম আগ্রহ প্রকাশ করে এক্সন মবিল। সে সময় তারা গভীর সমুদ্রের ১৫টি ব্লক ইজারা চেয়েছিল। গত ১৬ জুলাই আরেকটি চিঠি দেয় মার্কিন কোম্পানিটি। সেই চিঠিতে ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়।

এদিকে মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশেও গভীর সমুদ্রে তেল–গ্যাস অনুসন্ধানের আগ্রহের কথা জানিয়েছে।