গ্যাসের পাইপলাইনে কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিন ঘণ্টা গ্যাস থাকবে না মগবাজার, নয়াটোলা, দিলু রোডসহ আশপাশের বেশ কিছু এলাকায়।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনে জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের কারণে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত (৩ ঘণ্টা) মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।