পুঁজিবাজারের জন্য সোনালী ব্যাংকের ২০০ কোটি টাকার তহবিল

সোনালী ব্যাংক

পুঁজিবাজারকে চাঙা করতে ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের আলোকে সোনালী ব্যাংক তার নিজস্ব তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এই ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এতে সামগ্রিকভাবে শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি পাবে। এতে বিনিয়োগকারীদের আস্থা দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। গত রবিবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ১০ ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে পুঁজিবাজার চাঙা করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতিসহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, এখন থেকে যেকোনও ব্যাংক তার নির্ধারিত সীমার বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করতে পারবে।