ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডির পদত্যাগ

কাজী ছানাউল হকঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন কাজী ছানাউল হক। বুধবার (২১ অক্টোবর) ডিএসই’র পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়। আগামী ৮ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ডিএসই’র সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। ডিএসইর পর্ষদের সদস্যরা তাকে রাখার জন্য করে পদত্যাগপত্র তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু অসুস্থতাজনিত কারণ ও পরিবারের সদস্যদের চাপে ছানাউল হক পদত্যাগের বিষয়ে অনড় থাকেন।
এ প্রসঙ্গে ডিএসইর একজন পরিচালক বলেন, কিছুদিন আগে কাজী ছানাউল হক সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। হাত ও পায়ে আঘাত পান। এরপর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। আমরা তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করি। তবে তিনি জানান, তার তিন মেয়ে ও পরিবার চাপ নিয়ে কাজ না করার পরামর্শ দেন। যেহেতু তার পরিবার চাচ্ছে তিনি ডিএসইর এমডির পদ ছেড়ে দিক, এ কারণে আজ আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি।
তিনি আরও জানান, এখন নিয়ম অনুযায়ী আমরা দেশে ও দেশের বাইরে থেকে নতুন এমডি খুঁজবো। আগামী ৮ জানুয়ারির আগে ডায়নামিক, তরুণ ও শেয়ার বাজার পরিচালনায় দক্ষ এমন কাউকে পেলে তাকে এমডি হিসেবে নিয়োগ দিবে ডিএসইসি।