মুনাফা করলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি রবি

২০২০ সালে মোবাইলফোন অপারেটর রবি মুনাফা করেছে ১৫৫ কোটি টাকা।  তবে শেয়ারের ওপর কোনও লভ্যাংশের ঘোষণা দেয়নি। ফলে বিনিয়োগকারীরা কোনও লভ্যাংশ পাবেন না।  মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে রবি।  সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চতুর্থ প্রান্তিকে এক হাজার ৯২০ কোটি টাকাসহ এ বছর রবির মোট আয় হয়েছে ৭ হাজার ৫৬৪ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোম্পানির বিনিয়োগ পরিকল্পনা এবং ভবিষ্যৎ অগ্রগতির লক্ষ্যে মূলধনের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২০ সালের শেয়ারের ওপর কোনও লভ্যাংশের সুপারিশ করেনি রবি’র পরিচালনা পর্ষদ।  গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  একমাত্র রবিই কোনও প্রণোদনা ছাড়া পুঁজিবাজারে প্রবেশ করেছে। তাই ২০২০ সালে কার্যকর করের পরিমাণ দাঁড়িয়েছে ৭১ দশমিক ৮ শতাংশে।

জানা যায়, ২০২০ সালে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৯ লাখে, এর মধ্যে ৬৯ দশমিক ২ শতাংশ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।  গত বছরের তুলনায় ফোর-জি গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭২ দশমিক ৮ শতাংশ।

তবে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে ভয়েস সেবা থেকে রাজস্বের হার ১ শতাংশ কমেছে।  যার ফলে গত প্রান্তিক থেকে এই প্রান্তিকে রাজস্ব কমেছে দশমিক ৭ শতাংশ।

কোম্পানির আর্থিক ফল সম্পর্কে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘করোনা মহামারির কারণে আমাদের প্রতিদ্বন্দ্বীদের আয় কমলেও পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করায়, রবির আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে।  বছরটি আমাদের জন্য শিক্ষণীয়।  ১৫৫ কোটি টাকা কর পরবর্তী মুনাফার মাধ্যমে বাজারে আমাদের অবস্থান আরও সুসংহত হয়েছে। তবে মোট আয়ের ওপর ন্যূনতম ২ শতাংশ করের কারণে আমরা এখনও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না।