‘শেয়ার বাজারে আইটির গুরুত্ব বেড়েছে’

শেয়ার বাজারে আইটির গুরুত্ব বেড়েছে বলে জানিয়েছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, ‘করোনা আইটি খাতের গুরুত্ব বুঝিয়ে দিয়ে গেছে। আইটি ছাড়া ভবিষ্যতে চলাচল করা অসম্ভব। তাই দেশের শেয়ার বাজারকে পুরোপুরিভাবে আইটিতে রূপান্তর করতে হবে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।’

মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের শেয়ার বাজারের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘যারা গুজব ছড়িয়ে কম দামে শেয়ার হাতিয়ে নিতে চান, সেটা বন্ধ হয়ে যাবে।

শেয়ার বাজারের আইটি কাঠামো গঠনের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এ জন্য অনুদান দিতে সম্মত হয়েছে। সেটা কয়েক মাসের মধ্যে পেয়ে যাবো।