বন্ধ থাকছে পুঁজিবাজারও

করোনাভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ নিয়ন্ত্রণে আনতে আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক বিধিনিষেধ। এই সময় বন্দর সংশ্লিষ্ট হাতেগোনা কয়েকটি শাখা ছাড়া দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ওই এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন। রেজাউল করিম বলেন, বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাই পুঁজিবাজারও বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সোমবার (১২ এপ্রিল) করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে।