পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লো

পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে আগামী মঙ্গলবার (১ জুন) থেকে প্রতিদিন পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘এখন থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মঙ্গলবার (১ জুন) থেকে এই সময়ে লেনদেন হবে।’

এছাড়া লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন দুপুর আড়াইটা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এর ফলে  সোমবার (৩১ মে) থেকে ৬ জুন পর্যন্ত  বিধিনিষেধের এই ৭ দিন লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়। অর্থাৎ প্রতিদিন বিকাল তিনটা পর্যন্ত ব্যাংক লেনদেন করা যাবে।