ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। এর মধ্যে সাত শতাংশ ডিভিডেন্ড থাকবে নগদ এবং বাকি তিন শতাংশ বোনাস। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

ইন্স্যুরেন্সটির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালকরা, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোলাম রহমান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা অরুন কুমার সাহা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, করোনা পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি এড়াতে উক্ত সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মহামারি করোনার ভয়াবহতার প্রভাবে সংকুচিত হওয়া বিশ্ব অর্থনীতির মাঝেও ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালে ৮৫৯ দশমিক ৫০ মিলিয়নেরও (৮৫ কোটি ৯৫ লাখ) বেশি টাকা প্রিমিয়াম আয় করেছে এবং ৪০০ দশমিক ৫০ মিলিয়ন (৪০ কোটি ৫ লাখ) টাকার বিমা দাবি পরিশোধ করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৯ দশমিক ৮২ মিলিয়ন (২৬৮ কোটি ৯৮ লাখ) টাকা।

পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ঘোষিত মোট ১০ শতাংশ ডিভিডেন্ড কোম্পানির বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।