ট্রাস্ট ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। মঙ্গলবার (১৫ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য।

আগামী ৯ আগস্ট সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ৭ জুলাই। সাধারণ সভায় সেখানে অনুমোদন পেলে ট্রাস্ট ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে ১০টি করে শেয়ার পাবেন।

এদিকে লভ্যাংশের খবরে মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। সোমবার ঢাকার পুঁজিবাজারে ট্রাস্ট ব্যাংকের শেয়ার ৩৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছিল; মঙ্গলবার তা বেড়ে ৩৪ টাকা ছাড়িয়েছে।

ট্রাস্ট ব্যাংক ২০২১ সালে তাদের প্রথম প্রান্তিকের মুনাফার তথ্যও প্রকাশ করেছে। এই সময়ে তাদের মুনাফা বাড়লেও শেয়ার প্রতি নগদ প্রবাহ কমেছে। ২০২১ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতি শেয়ারে ১ টাকা ১ পয়সা মুনাফা দেখিয়েছে কোম্পানিটি। আগের বছর এই সময়ে তাদের প্রতি শেয়ারে মুনাফা ছিল ৯১ পয়সা।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে ট্রাস্ট ব্যাংকের শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর এই সময় ২৭ টাকা ৩৭ পয়সা ছিল।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে। পুঁজিবাজারে এ কোম্পানিটির ৬৪ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ৯৭৯টি শেয়ার আছে। এর মধ্যে ৬০ দশমিক আছে পরিচালকদের হাতে।