ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে

কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে। সেক্ষেত্রে ব্যাংক লেনদেনের সময়সূচি অনুযায়ী, পুঁজিবাজারেও সীমিত সময়ের জন্য লেনদেন চালু থাকবে।  শুক্রবার (২৫ জুন) রাতে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সোমবার (২৮ জুন) থেকে  সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অবস্থায় পুঁজিবাজারের লেনদেন চলবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মাঝে।  এ প্রসঙ্গে জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘মানুষের প্রয়োজনে ব্যাংকের লেনদেন সীমিত আকারে চালু থাকলে পুঁজিবাজারেও লেনদেন সীমিত আকারে চলবে।’ এ নিয়ে উদ্বিগ্ন না হতে বিনিয়োগকারীদের অনুরোধ জানান তিনি।

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘করোনাকালে লকডাউনে বিশ্বের কোনও দেশেই পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকেনি। গতবছর বিশেষ পরিস্থিতির কারণে এখানে শেয়ার বাজারে লেনদেন বন্ধ ছিল।’ তবে নতুন করে গত বছরের মতো শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকার আশঙ্কা নেই বলেও জানান তিনি।