পুঁজিবাজারে আগামী ৩ দিনের লেনদেন আগের নিয়মেই

সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করে চলাচলে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে পুঁজিবাজারের লেনদেনে কোনও প্রভাব পড়ছে না। অর্থাৎ আগামী তিন দিন পুঁজিবাজারে লেনদেন হবে আগের নিয়মেই।

আগের মতোই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা চলবে লেনদেন।

রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন নিয়ে প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টা পর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের লেনদেনের সময় পাল্টাচ্ছে না। সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত যেভাবে লেনদেন চলছে, সেভাবেই চলবে।

এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের লেনদেনের সময় না পাল্টানোয় পুঁজিবাজারের লেনদেনও যথা নিয়মে চলবে।