পুঁজিবাজারে লেনদেন এক ঘণ্টা বাড়লো

ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের পর পুঁজিবাজারেও লেনদেনের সময়  এক ঘণ্টা বাড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে প্রতিদিন ( কার্যদিবস) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। এছাড়া আগামী রবিবার (১১ জুলাই) শেয়ার বাজারের লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেনের নতুন এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি  নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ‘ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আমরাও লেনদেনের সময় পরিবর্তন করেছি। নতুন নিয়ম অনুসারে লেনদেন হবে দুপুর ২টা পর্যন্ত।’

বিএসইসির তথ্য মতে, করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। লকডাউন চলাকালে নতুন সময়সূচিতে লেনদেন হবে। বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হচ্ছে। ফলে আগামীকাল বুধবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) জারি করা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।’