পুঁজিবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস ও ব্যাংকের পরিবর্তিত সময়সূচির সঙ্গে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে। 

আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেশ শুরু হবে সকাল সাড়ে ৯টায়, লেনদেন শেষ হবে ১টা ৫০ মিনিটে। পোস্ট ক্লোজিং সেশন রাখা হয়েছে ২টা পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সে অনুযায়ী লেনদেন সময় সামান্য কমিয়ে পুঁজিবাজারের জন্য নতুন সময়সূচি ঠিক করে দিলো নিয়ন্ত্রক সংস্থা। এতদিন পুঁজিবাজারে লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।