শেয়ার দর বাড়ার কারণ জানে না ওরিয়ন ইনফিউশন

ওরিয়ন ইনফিউশনপুঁজিবাজারের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণ জানে না কোম্পানি কর্তৃপক্ষ। দাম বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর প্রায় ২০ টাকা বেড়েছে। শেয়ার দর এমন অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দেয় ডিএসই। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে শেয়ার দাম বাড়ার পেছনে তাদের কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ওরিয়ন ইনফিউশনের গত এক মাসের শেয়ারদর চিত্রডিএসইর তথ্য মতে গত ৭ মার্চ কোম্পানিটির শেয়ার বিক্রি হয়েছিল ৫৩ টাকা দরে। এরপর থেকে প্রতিদিনই বাড়তে থাকে কোম্পানিটির শেয়ার দর। সবশেষ গত বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে ৭৪ টাকায়। সুতরাং এক মাসের ব্যবধানে এ কোম্পানির শেয়ার দাম বেড়েছে ২০ টাকার কিছুটা বেশি।
কোম্পানিটি ১৯৯৪ সালে উভয় পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ/