নগদ লভ্যাংশ পাঠিয়েছে এস.আলম স্টিল

এস.আলম গ্রুপপুঁজিবাজারে তালিকাভুক্ত এস.আলম কোল্ড রোল স্টিল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল তা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। তবে যাদের নগদ লভ্যাংশ ব্যাংক অ্যাকাউন্টে যায়নি তাদের আগামী ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বিনিয়োগকারীরা কোম্পানির রেজিস্টার্ড অফিস (এস.আলম ভবন, ২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম) থেকে এবং অন্যান্য জেলার বিনিয়োগকারীরা ঢাকার লিয়াজো অফিস (শরিফ ম্যানসন, সপ্তম তলা, ৫৬-৫৭, মতিঝিল বাণিজ্যিক এলাকা) থেকে ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
/এসএনএইচ/