না.গঞ্জে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধনশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার অভিযোগে সংদস সদস্য সেলিম ওসমানকে নারায়ণগঞ্জের মাটিতেই কান ধরে উঠবস করানো হবে বলে জানিয়েছেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী। তিনি বলেন, যারা জুলুম অত্যাচার করে তারা কখনও পার পায় না। সাধারণ মানুষ ক্ষেপে গেলেই তাদের শাস্তি হবে। একদিন এ নারায়ণগঞ্জের মাটিতেই সেলিম ওসমানকে কান ধরে উঠবস করানো হবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এদিকে মানববন্ধন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জমায়েত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দুই পক্ষকে বেষ্টনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
না.গঞ্জে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধনসম্প্রতি নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধর্ম অবমাননার অভিযোগে কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক জোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ব্যপক সমালোচনার সৃষ্টি করে।
কামাল লোহানী বলেন, সেলিম ওসমানকে বুঝাতে হবে তিনি যাকে শাস্তি দিয়েছেন সেই শিক্ষক ভবিষ্যত প্রজন্ম গড়ার কারিগড়। ওইদিন শুধু ওই শিক্ষককে লজ্জিত করা হয়নি, সমগ্র বাংলাদেশ লজ্জিত হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সেলিম ওসমান ধর্মের দোহাই দিয়ে সম্প্রদায়িক উস্কানি দিয়ে সাধারণ মানুষদের হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন।
কামাল লোহানী বলেন, ‘আপনার ভাই শামীম ওসমান ও দলের নেতা এরশাদ হেফজাতের মিছিলে পানি বিতরণ করেছিলেন। এতে তারা বিব্রত বোধ করেছিলেন। কিন্তু এরপর তারা কি বোধ করবেন তা তিনি নিজেও জানেন না। এরশাদ প্রতি সপ্তাহে বিভিন্ন মসজিদে গিয়ে বলেন হুজুর গতকাল রাতে স্বপ্নে দেখে নামাজ পড়তে এসেছি। কিন্তু এক সপ্তাহ আগ থেকে তিনি লোকপাঠিয়ে ওই মসজিদ এলাকার পরিবেশ দেখে তারপর যেতেন। আর সেই রকম নেতার শীর্ষই তো আপনি।’
না.গঞ্জে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধননারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ খেলাঘর আসনের সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর কেন্দ্রীয় আসরে সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর, উচীচী শিল্পপী গোষ্ঠির সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, অভিনয় শিল্পী ও সাবেক ছাত্র নেতা সুমনা, সাবেক ছাত্র নেতা আক্রামুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পদাক আব্দুর রহমান প্রমুখ।
/এসএনএইচ/