সুন্দরবনে র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হবে: বেনজীর

পশ্চিম সুন্দরবনের অভ্যন্তরে র‌্যাব-৬ এর একটি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপুরে উপকূলীয় জেলাসমূহে জেলেদের মৎস্য আহরণ নির্বিঘ্ন ও জলদস্যু দমনের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের ষষ্ঠ সভা শেষে খুলনার সার্কিট হাউজে এক প্রেসব্রিফিংয়ে তিনি একথা জানান।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদবেনজীর আহমেদ বলেন, বর্তমানে সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের ৭২টি ক্যাম্প রয়েছে। যা যথাযথভাবে সুরক্ষিত নয়। ইউএসএইড এর সহায়তায় এ ক্যাম্পগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি সম্পন্ন হলে টাস্কফোর্স আরও শক্তিশালী হবে।

র‌্যাবের ডিজি জানান, গত ২ বছরে সুন্দরবনে টাস্কফোর্সের ১৫১৪টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে একক অভিযান হয়েছে ১৩৩৭টি ও যৌথ অভিযান হয়েছে ১৭৭টি। এসব অভিযানে ৩৫ জন দস্যু নিহত ও ৬১১ দস্যুকে গ্রেফতার করা হয়েছে।

মৎস্যজীবীদের প্রতিটি নৌকায় ‘ভিএইচএফ ওয়ালেস’ সংযোজন করার জন্য আহ্বান জানিয়ে বেনজীর আরও বলেন, এজন্য মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হবে। এতে শুধু দস্যুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতাই নয়, গভীর সাগরে ট্রলার-নৌকা নষ্ট হয়ে যাওয়া, দুর্যোগের আগাম সতর্কবার্তা, প্রয়োজনে আশপাশের নৌকা ও ট্রলারের সহযোগিতা, জ্বালানি তেলের সঙ্কটে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়াসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

এ সময় খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানসহ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার
/এমও/