ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলা, ইউএনও-ওসিসহ আহত ১০

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মৎস্য কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মৎস্য সপ্তাহ উপলক্ষে নিকলী উপজেলার রোদারপোড্ডা খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল। অভিযানের সময় মৎস্য আইন অমান্য করায় দুই জেলেকে ধরে এক বছরের সাজা দেওয়া হয়। পরে অন্যান্য জেলেরা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এতে ইউএনও মাহবুব আলম, ওসি মুঈদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক, সহকারী মৎস্য কর্মকর্তা মনির হোসেন, এসআই  আবুল বাশার, এএসআই  সেলিম রেজা, কনস্টেবল আব্দুল আজিজ, এমএলএসএস  হারুন মিয়া, জাহাঙ্গীর আলম ও মাঝি সুরুজ আলীসহ ১০ জন আহত হন। তারা নিকলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপোড্ডা মাইজহাটি গ্রামের সুনাম উদ্দিন (৬০) ও পশ্চিমহাটি গ্রামের সবদর মিয়া (৩৮)। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত ১ বছর দণ্ড দিয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, এ ঘটনায় নিকলী থানায় মামলা করা হয়েছে।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

কালীগঞ্জে পুলিশের অভিযান, পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু