ঝিনাইদহে জামায়াত-শিবির ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জন গ্রেফতার

ঝিনাইদহঝিনাইদহে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ কর্মী ও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই অভিজিৎ জানান, রিমান্ডে থাকা আসামি আকরাম হোসেনের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ কোটচাঁদপুরের বিভিন্ন স্থানে গোপন অভিযান চালিয়ে জামায়াতের কর্মী দুধসারা মসজিদ পাড়ার নূর বক্স সরকারের ছেলে সালামত সরকার (৫২), একই গ্রামের আব্দুস সালামের ছেলে আতর আলী (৫৫), বলাবাড়ীয়া গ্রামের মোবারক আলীর ছেলে সালাম খান (৪০) এবং শিবিরকর্মী দয়ারামপুর গ্রামের শওকত আলীর ছেলে রজব আলীকে (২৭)  গ্রেফতার করে।
অপরদিকে কালীগঞ্জ থানার এসআই শুকুমার কুণ্ডু ও এএসআই মাহাবুব হোসেন অভিযান চালিয়ে আকমল হোসেন শেখ (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন। তিনি বলিদাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। জি আর ৩৩৪/২০০১ এর একটি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এছাড়া কামরুজ্জামান, আয়ুব হোসেন (৭৫), ইরাদ আলী (৭২), রিয়াজুল (২৮), সাইফুল ইসলাম (৫২) আনোয়ার মিয়া (৫৫) ও বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। এরাই সবাই ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানায়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আকমল হোসেন শেখ একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
/এমএসএম /