সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ।
আব্দুর রউফ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন সাত হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ শতাংশ। বাতিল হয়েছে ২৭৫টি।
এর আগে রবিবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ। তিনি বলেন, ‘বেসরকারি ফলে আব্দুর রউফ বিজয়ী হয়েছেন।’
দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই নির্বাচনে অংশ নেওয়ায় গত ২৫ এপ্রিল সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফকে প্রাথমিক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিক এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।