নির্বাচনের প্রস্তুতি নিন: এরশাদ



রংপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এরশাদপ্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি ৮০ থেকে ১শ’ আসনে জয়ী হয় তাহলেই জাতীয় পার্টি বেঁচে থাকবে। আর পার্টি বাঁচলে আমি শান্তিতে মরতে পারবো।
আজ শনিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, জাতীয় পার্টি জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসে বিশ্বাস করে না। সে কারণে দেশে বিরাজমান জঙ্গি তৎপরতা রোধে আমরা সরকারকে সহযোগিতা করছি। আমরা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবো।
তিনি বলেন,দেশের মূল সমস্যা হচ্ছে বেকারত্ব। লাখ লাখ ছেলে-মেয়ে লেখাপড়া শেষ করে বসে আছে। চাকরি নেই। সরকার তাদের চাকরির ব্যবস্থা করার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এদের বেকারত্ব দূর করার পদক্ষেপ নিতে হবে। এই বেকার জনগোষ্ঠী একটা টাইম বোমা হয়ে কোন দিন যে ফাটবে আল্লাহ তা জানেন। তবে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকারদের অবশ্যই চাকরির ব্যবস্থা করবে।
এরশাদ বলেন, বলতে লজ্জা হয় জাপার দূর্গ রংপুরে দলের কোনও কমিটি নেই। আমাদের মধ্যে বিভেদ। জেলা ও মহানগর কমিটির মধ্যে দ্বন্দ্ব। এটা চললে আমরা কিভাবে সামনে নির্বাচন করবো?

 তিনি বলেন, রংপুরে জাপা অফিস দেশের মধ্যে বড় অফিস। অথচ এখানে দলের নেতা কর্মীরা আসেন না। নেতাকর্মীদের তিনি বলেন,অফিসে আসুন, মানুষ বুঝুক জাপা আবারো জেগে উঠেছে। তিনি সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। 

 জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন এরশাদের ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, জেলা সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ।

এর আগে এরশাদ রাত সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে এসে পৌঁছলে দলের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 
আরও পড়তে পারেন: বিএনপির নতুন কমিটি: প্রত্যাশার সঙ্গে হতাশা, লঙ্ঘন গঠনতন্ত্রের

 

/এমএসএম/