মৌলভীবাজার ইউপি সদস্য হত্যার ঘটনায় আটক ১

-মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন আলমের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজল মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।তার বাড়ি উত্তর শাহবাজপুরের সায়পুর গ্রামে। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।

নিহত আবুল হোসেন উত্তর শাহবাজপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজল সকাল ছয়টার দিকে সারপার এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির ৫২ ব্যাটালিয়নের লাতু ও নয়াগ্রাম ক্যাম্পের দুটি টহল দল এলাকাবাসীর সহযোগিতায় তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আবুল হোসেন স্থানীয় এক ব্যক্তির জানাজায় যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে পূর্ববিরোধের জের ধরে কাজল দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আবুল হোসেনের মৃত্যু হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘কাজলকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এসএনএইচ/