বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনবাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া এলাকায় ডা. মোজাম্মেল হোসেন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলানায়তনে আয়োজিত ভিডিও কনফান্সের মাধ্যমে এ আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় বাগেরহাটে আশ্রয়কেন্দ্রের প্রস্তর ফলক উম্মোচন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন। পরে ডা. মোজাম্মেল হোসেন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সভাপতি এএম শহীদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান এইচএম মিজানুর রহমান বাবুল প্রমুখ।

জানা গেছে, ২ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও ত্রাণ মন্ত্রণালয় এই ঘূর্ণিঝড় আশ্রয় কেদ্রে নির্মাণ করে। দুর্যোগকালীন সময়ে এখানে ১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে।

/এসএনএইচ/