X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২৪, ১৫:৪১আপডেট : ১৮ মে ২০২৪, ১৫:৪১

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। তার নাম জয় বিশ্বাস (২৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে।

শনিবার (১৯ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন জয় বিশ্বাস। এর আগে তিনি লিখিত পরীক্ষাতে প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আটকের পর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নথিপত্র দেখে পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

এর আগে, গত ৮ মে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিন জন। তারা অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন। এর হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার মো. ছাদেকুল ইসলামের চৌধুরীর ছেলে মো. জাবেদ ও লোহাগড়া উপজেলার সুখছড়ী এলাকার স্বজন দাশের ছেলে রনি দাশ। তাদের কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়।

তারও আগে, গত ৩ মে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজকেন্দ্রে লিখিত পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে আব্দুর রৌফ মিয়া নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে দণ্ডবিধির ১৮৮ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যশোরে লিফলেট বিতরণের সময় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুজন আটক
সেনবাগ থানায় সালিশ বৈঠক চলাকালে গোলঘর ভাঙচুর, আটক ৬
আটক তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় হামলা, পাঁচ পুলিশ আহত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
বাস্কেটবল খেলতে নেপাল যাচ্ছে ঢাবি, স্পন্সরশিপ চেক হস্তান্তর
বাস্কেটবল খেলতে নেপাল যাচ্ছে ঢাবি, স্পন্সরশিপ চেক হস্তান্তর
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সভাপতির দপ্তরে বিশেষ কমিটির রিপোর্ট, বাটলার-সাবিনাদের নিয়ে কী আছে সেখানে
সভাপতির দপ্তরে বিশেষ কমিটির রিপোর্ট, বাটলার-সাবিনাদের নিয়ে কী আছে সেখানে
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান
এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি
এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি