ভোলায় ৫ জেলের কারাদণ্ড

ভোলাভোলার মনপুরার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে এক মাস করে কারাদণ্ড ও আট জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার গভীর রাতে তাদেরকে সদর উপজেলার ভোলার খাল থেকে আটক করা হয়। পরে শনিবার (১৫ অক্টোবর) ওই জেলেদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামাল হোসেন মৎস্য আইনে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন- জুয়েল, হাসান, সিরাজ, নীরব ও ইয়ছিন। এরা সকলেই সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা। আর অর্থদণ্ড প্রাপ্তরা হলেন মনির, হোসেন, করিম, ফারুক, আকবর, দুলাল, আক্তার ও কামাল। এরা  সদর উপজেলার পূর্ব ইলিশার বাসিন্দা।
এ অভিযানে তাদের কাছ থেকে ১৮ হাজার মিটার জাল ও ১৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ ও জাল নষ্ট করা হয়। ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আছাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পদ্মা, মেঘনা ও তেতুলিয়া নদীতে  ইলিশ ধরা, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।
এপিএইচ/

আরও পড়ুন: বরিশালে ৫ জেলের কারাদণ্ড, ১৪৪ কেজি ইলিশ জব্দ