ঝালকাঠিতে জাকির হত্যাকারীদের ফাঁসি দাবি

ঝালকাঠিতে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জাকির হোসেন নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী এ দাবি জানান। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

জানা যায়, এ ঘটনায় নিহতের স্ত্রী হাফিজা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে ঝালকাঠি থানায় হত্যা মামলা দায়ের করেন (নং-১৮)। নিহত জাকির সিকদার সদর উপজেলার কুনিহারি গ্রামের বাসন্দিা।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, ‘শুক্রবার বিকেলে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহারি গ্রামের জাকির হোসেন সিকদারের সঙ্গে প্রতিবেশী মোস্তফা কাজী ও তার লোকজনের মধ্যে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের শাবলের আঘাতে গুরুতর আহত হন জাকির হোসেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়।’

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত ও এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করে করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এসএনএইচ/