ভুয়া সনদ দেওয়ায় ১৫ আইনজীবী সহকারীর নিয়োগ বাতিল

 

মাদারীপুরভুয়া শিক্ষাগত সনদ ব্যবহারের অভিযোগে মাদারীপুর জেলা আইনজীবী সমিতিতে কর্মরত ১৫ আইনজীবী সহকারী (মোহরার) নিয়োগ বাতিল করা হয়েছে। সমিতির এক তদন্তে শিক্ষাগত সনদ ভুয়া বা জাল প্রমাণিত হওয়ায় বুধবার এক আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বার কাউন্সিলের বিধি মোতাবেক এবং মাদারীপুর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২৩ (খ) ধারার বিধান অনুযায়ী প্রত্যেক আইনজীবী সহকারী বা ক্লার্কের নূন্যতম এসএসসি পাশের যোগ্যতা থাকতে হবে। কিন্তু নিয়োগ বাতিল হওয়া ১৫ জনের এসএসসি পাশের প্রকৃত সনদপত্র ছিল না।

সমিতির সহ-সম্পাদক (সার্বিক) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে। এছাড়া নিয়োগ বাতিল হওয়া ক্লার্কদের ইতিপূর্বে সমিতি থেকে নেওয়া উৎসব-ভাতা ও পরিচয়পত্র অবিলম্বে ফেরত দেওয়ার নিদের্শনাও দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার জানান, ‘আগামীতে আইনজীবী সহকারী বা ক্লার্ক নিয়োগের ব্যাপারে আইনজীবী সমিতি সচেতন থাকবে।’

/এসএনএইচ/