নার্গিসকে কোপানোর ঘটনায় ছাত্রত্ব হারালো বদরুল

নার্গিসকে হত্যাচেষ্টাকারী বদরুল আলম

সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্র বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪ অক্টোবর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.আমিনুল হক ভূইয়ার সভাপতিত্ব করেন।

এর আগে ৪ অক্টোবর বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে এবং ৬ অক্টোবর অর্থনীতি সমিতি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।  

বদরুল আলম শাবির অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। 

এ ঘটনা তদন্তের জন্য ৪ অক্টোবর শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন সদস্য হলেন শাহপরান হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট শাহেদুল হোসাইন ও সহকারী প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল।

উল্লেখ্য, ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। নার্গিস বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

/এমডিপি/টিএন/