দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র: অর্থমন্ত্রী

মানিকগঞ্জ অর্থমন্ত্রীআচার্য ড. দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে ড. দীনেশ চন্দ্র  সেনের সার্ধ শততম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে ততদিন এই গুণীর নাম থাকবে। তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন। সে আমলেই দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছিলেন।’

বক্তৃতার আগে অর্থমন্ত্রী আচার্য ড. দীনেশ চন্দ্র  সেন স্মারকের উদ্বোধন করেন। এসময় আরও  উপস্থিত ছিলেন- বিশিষ্ট কলাম লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন,মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ও অভিনেতা তাপস চন্দ্র গৌর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু প্রমুখ।

/এসএনএইচ/