বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

নিখোঁজপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় নাডার প্রভাবে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ রয়েছে। এর মধ্যে জামাল আকনের একটি ও আয়নাল মিয়ার মালিকাধিন মায়ের দোয়া ট্রলার নিখোঁজ রয়েছে।

রবিবার সন্ধ্যায় তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ইউনিয়ন সভাপতি মো. করিব আকন  বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ হওয়া জেলেরা হলেন- জামাল আকনের ট্রলারের মোতালেব মাঝি (৫৫) ও মিজানুর (২৫) এবং মায়ের দোয়া ট্রলারের আব্দুল হাই মাঝি, মনসুর, জিয়াউল হক, আ. খালেক, জামাল, ইউসুফ মাল, কালু আকন, ইউসুফ মাতুব্বর, খোকন গাজী, সুলতান হাং, ইউসুফ সরদার, ফারুক খান ও একজনের নাম জানা যায়নি।

মো. কবির আকন  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের দেওয়া অবরোধের পরে ইলিশ ধরতে ট্রলার দুটি তালতলী উপজেলার সোনাকাটা থেকে সাগরে যায়। এর মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেও ট্রলার দুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। জামাল আকনের ট্রলারে দুজন ও মায়ের দোয়া ট্রলারে ১৩ জন জেলে ছিল।’

তিনি আরও জানান, ‘আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলেও তাদের এখন পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।’

/এসএনএইচ/